শুক্রবার, এপ্রিল ২৬

অবশেষে ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর

0

ডেস্ক রিপোর্ট: পুরো ভারত জুড়ে তীব্র বিক্ষোভের মধ্যেই ভারতে কার্যকর হলো বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ। শুক্রবার রাতে এক গেজেটে আইনটি কার্যকরের কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন জায়গায় সরকারের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করে বিক্ষোভ হয়েছে। চলমান এ ভয়াবহ উত্তেজনার মধ্যেই আজ পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছরের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে পাস হয় নাগরিকত্ব সংশোধনী আইন। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনে ২০১৫ সালের আগে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের মুখে দেশটিতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

Share.