অবহেলিত পৌরসভাকে আধুনিক শহরে রুপান্তরিত করেছি উন্নয়ন করলে ভোট দিবেন নইলে না – মেয়র মহিউদ্দিন আহম্মেদ

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচন ২০২৪ উপলক্ষে শনিবার(৩ফেব্রুয়ারী)সন্ধ্যা ৭টায় পটুয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ড বাসীর উদ্যোগে আলহাজ্ব আলী আকব্বর গাজীর সভাপতিত্বে প্রায় ১ হাজার নারী-পুরুষের অংশ গ্রহনের মাধ্যমে ৯৩নং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গণে পৌর মেয়র মহিউদ্দিন আহাম্মেদ এর এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মহিউদ্দিন আহাম্মেদ। তিনি তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি জানি শুধু কাজ করতে আর সেটাই করি। আপনাদের পৌরসভা ছিল অবহেলিত। আমি সেই অবহেলিত পৌরসভাকে ঢেঁলে সাজানোর উদ্যোগ গ্রহন করি ও কাজ করার চেষ্টা করছি। আমি যদি কাজ করে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন। আর যদি না করে থাকি, তবে আমাকে বাদ দিয়ে দিবেন। আমি পটুয়াখালী পৌরসভাকে দৃষ্টিনন্দন করতে, আরও যা যা করার প্রয়োজন তা অবশ্যই আমি করবো”। পটুয়াখালী পৌর শহরের মতো আরেক পৌর শহর কেহ দেখাতে পারবেন কিনা আমি জানিনা পোস্ট থাকেলই কেহ কাজ আনতে পারে না কাজ আনতে হলে শহরের প্রতি মায়া থাকতে হয়। তিনি সকলের দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচন করছেন এবং তিনি সকলকে আবারও ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করতে আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড, মোঃ হাফিজুর রহমান হাফিজ, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সাবেক সদস্য, আহবায়ক কমিটি পটুয়াখালী জেলা যুবলীগ মোঃ রেজাউল করিম সোয়েব, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ সহ ৯নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

 

Share.