অর্থনীতি সচল করার পথে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য

0

ডেস্ক রিপোর্ট: নভেল করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যই আংশিকভাবে পুনরায় ব্যবসা-বাণিজ্য খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। শর্তসাপেক্ষে দোকানপাট ও রেস্তোরাঁ খোলার ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার পরই সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে কানেটিকাট গতকাল বুধবার বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।এদিকে, অঙ্গরাজ্যগুলোতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে সিদ্ধান্তের ভিন্নতা রয়েছে। যেমন—মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দাদের ক্ষেত্রে গলফ কোর্স, সৈকত অথবা জনসমাগমস্থলে সমবেত হওয়ার ক্ষেত্রে শক্ত বিধিনিষেধ রয়েছে। অন্যদিকে, ওকলাহোমা অঙ্গরাজ্যের বাসিন্দারা ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া ছাড়াও ট্যাটু করাতে ও নাইটক্লাবেও যেতে পারছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।এদিকে, অঙ্গরাজ্যগুলোর মধ্যে অধিকাংশই অর্থনীতি চালুর ব্যাপারে ফেডারেলের নির্দেশনা অনুসরণ করেনি। ওই নিয়ম অনুযায়ী, বিধিনিষেধ শিথিল করে অর্থনীতি চালু করতে হলে অন্তত ১৪ দিন করোনাভাইরাসের আক্রান্তের হার নিম্নমুখী হতে হবে।এদিকে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকা নিউইয়র্ক, নিউ জার্সি ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে কমছে করোনার প্রাদুর্ভাব। তবে অ্যারিজোনা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে খবর পাওয়া গেছে।এরই মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯৯৪ জনে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৯৯১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৭০ হাজার ৭৬ জন।

Share.