অর্থপাচারের তদন্ত করতে প্রয়োজনে সিঙ্গাপুরে যাওয়া হবে: ইকবাল মাহমুদ

0

ঢাকা অফিস: অবৈধ জুয়া ও ক্যাসিনো ব্যবসার মাধ্যমে আয় করা অর্থপাচারের ঘটনা তদন্তে প্রয়োজনে সিঙ্গাপুর যাওয়া হবে বলে জানিয়েছন দুর্নীতি দমন কমিশনদনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্তের প্রয়োজনেও সিঙ্গাপুর যাওয়া হবে। বুধবার (৯ অক্টোবর) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আইনজীবী খুরশীদ আলম খানেরর একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদকের মামলায় সাজার হার শতভাগ হওয়া উচিত মন্তব্য করে  দুদক চেয়ারম্যান আরও বলেন,আইন না জানা থাকার কারণে তা হয় না। বেসিক ব্যাংকের ৬২ মামলার চার্জশিট দিতে আরও সময় লাগবে বলেও জানান দুদক চেয়ারম্যান।

Share.