অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবেকে জনগণের শেষ শ্রদ্ধা

0

ডেস্ক রিপোর্ট:  গত সপ্তাহে গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছে দেশটির জনগণ। জাপান টাইমস জানায়, শিনজো আবের শেষকৃত্য জোজোই মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে তার শেষকৃত্য অনুষ্ঠানটি পারিবারিকভাবেই হওয়ার পরিকল্পনা ছিল। শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদেরই শেষকৃত্যে থাকার অনুমতি ছিল। কিন্তু হাজারো জনগণ ফুল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আবেকে শ্রদ্ধা জানিয়েছে। দেশটির আবহাওয়া অফিস থেকে ঝড়ের পূর্বাভাস থাকলেও শেষকৃত্য অনুষ্ঠান শুরু হওয়ার পর শোকার্ত মানুষের সারি দীর্ঘ হতে থাকে। প্রায় দশ হাজার মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে আবেকে শ্রদ্ধা জানিয়েছে। এসময় জাপানি এক নারী সাংবাদিকদের বলেন, আমরা আবের মতো রাজনীতিবিদ আর কখনো পাবো না। জাপানের ইতিহাসে আবে অন্যতম জনপ্রিয় ও যোগ্য প্রধানমন্ত্রী বলে জানায় সড়কের পাশে উপস্থিত দেশটির জনগণ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানাতে টোকিওজুড়ে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত শুক্রবার দেশটির নারা শহরে এক নির্বাচনী প্রচারণার সময় গুলিতে নিহত হন শিনজো আবে।

Share.