অস্ট্রেলিয়ার পার্ককে ২৫ লাখ ডলার জরিমানা

0

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় থিম পার্ক ড্রিমওয়ার্ল্ডকে পঁচিশ লাখ ডলার জরিমানা করেছে আদালত৷ রাইড ছিঁড়ে পড়ে চার জন নিহতের ঘটনায় এই জরিমানা করা হয়েছে। খবর ডয়চে ভেলের।২০১৬ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে অস্ট্রেলিয়ার বৃহত্তম এই পার্কে দুর্ঘটনায় চার জন নিহত হন৷ গণমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনায় পার্কটির একটি রাইড ভেঙে দু’টুকরা হয়ে পড়ে৷ এ সময় রাইডটিতে থাকা দুই শিশু দূরে ছিটকে পড়ে৷ আর রাইডটির ভাঙা অংশের নীচে চাপা পড়ে চারজন নিহত হন৷ তবে আহত শিশু দুটি পরে সুস্থ হয়ে ওঠে৷এ ঘটনায় কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ পার্ক মালিক আর্ডেন্ট লেইজারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে৷ মামলায় পার্কে নিরাপদ যন্ত্রপাতি, পর্যাপ্ত নজরদারি ও প্রশিক্ষিত কর্মী রাখতে ব্যর্থতার অভিযোগ আনা হয়৷ সবকটি অভিযোগ প্রমাণিত হলে আদালত এ জরিমানার আদেশ দেয়৷ আর্ডেন্ট লেইজার অস্ট্রেলিয়ার একজন ব্যবসায়ী৷ তিনি হোয়াইটওয়াটার ওয়ার্ল্ড নামে একটি সিনেমা হল ও ৭৭ তলা একটি ভবনের মালিক৷

Share.