অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতের পুতুল

0

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে যুক্তরাষ্ট্রের হাতের পুতুল বলে আখ্যায়িত করেছেন এক চীনা কূটনীতিক। এর মধ্য দিয়ে চীন ও পশ্চিমাদের মধ্যে আরেক দফা কথার লড়াই শুরু হয়েছে। পিটার ডাটন চীনের বিরুদ্ধে করোনা ভাইরাস ইস্যুতে তদন্তের আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে বিভিন্ন মিডিয়ার খবর অনুযায়ী, চীনের উহানে একটি ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। সেই সুরে সুর মিলিয়েছেন পিটার ডাটন। জবাবে ভীষণ ক্ষেপেছে অস্ট্রেলিয়ায় অবস্থিত চীনা দূতাবাস। তারা অস্ট্রেলিয়া সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা ‘ওয়্যার প্রোপাগান্ডা’য় হাতের পুতুল হয়েছেন বলে অভিযোগ করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সুর মিলিয়ে পিটার ডাটন বেইজিংকে স্বচ্ছতা দেখানোর আহ্বান জানিয়েছেন। মার্চে তিনি এই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। এরপর গত সপ্তাহে তিনি বলেন, যেসব মানুষ মারা গেছেন তাদের পরিবারের সদস্যরা অবশ্যই বেইজিংয়ের কাছে উত্তর দাবিদার। তার বক্তব্যের জবাবে অস্ট্রেলিয়ায় চীনা দূতাবাসের এক কর্মকর্তা রাষ্ট্রীয় একটি পত্রিকাকে বলেছেন, অবশ্যই তিনি (পিটার ডাটন) ওয়াশিংটনের কাছ থেকে নির্দেশনা পেয়েছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পাইনে’রও সমালোচনা করেছে বেইজিং। তিনিও চীনের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। এসব আহ্বানের পাশে রয়েছে ক্যানবেরা। বলা হয়েছে, এই তদন্তের দাবি অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থ।

Share.