অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, উদ্ধারে সেনাবাহিনী

0

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও সিডনিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং উদ্ধার অভিযান চালাতে সেনা মোতায়েন করা হয়েছে।জানা যায়, বন্যায় এখনো অনেক মানুষ আটকে আছেন। বন্যাকবলিত আরো মানুষকে সরানোর নির্দেশ দিতে পারে দেশটির সরকার।টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় হাজার হাজার ঘরবাড়ি এবং সড়ক-মহাসড়ক বন্যায় প্লাবিত হয়েছে, টেলিযোগাযোগ এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। অনেক বন্যপ্রাণী বন্যার পানিতে ভেসে গেছে।দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন অঙ্গরাজ্যটির দক্ষিণ সিডনির বন্যা পরিস্থিতিকে ‘সবচেয়ে উদ্বেগজনক’ বিষয় বলে উল্লেখ করেছেন। বর্ষণের মাত্রা বেড়ে বন্যা পরিস্থিতির আরো ভয়ংকর রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী।এছাড়া দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও দেশটিতে ভারী বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে।বন্যায় এখনো কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। প্রধানমন্ত্রী মরিসন বলেছেন, বুধবারে বৃষ্টিপাতের মাত্রা কমতে পারে তবে বন্যা পরিস্থিতি এমনই থেকে যাবে।

Share.