আইপিএলে আলাদা দলে সালমা-জাহানারা

0

স্পোর্টস ডেস্ক: উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে তথা নারীদের আইপিএলে সাত বিদেশি অংশ নিচ্ছেন। এরমধ্যে দুজনই বাংলাদেশের। তিন দলের এই টুর্নামেন্টে ট্রেইলব্লেজার্সের হয়ে অংশ নেবেন সালমা খাতুন। ভেলোসিটির জার্সিতে মাঠে নামবেন জাহানারা আলম।রোববার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (বিসিসিআই) দল ঘোষণা করেছে।  প্রতিযোগিতার গেল আসরে ভেলোসিটির হয়েই অংশ নিয়েছিলেন টাইগ্রেস পেসার জাহানারা। অন্যদিকে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক সালমা প্রথমবারের মতো খেলতে চলেছেন। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ বসবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়ে। ভেলোসিটির নেতৃত্ব রয়েছেন মিতালি রাজ। ট্রেইলব্লেজার্সের হাল ধরছেন স্মৃতি মানধানা। সুপারনোভাসের দলপতি হারমানপ্রীত কৌর।  বাংলাদেশ ছাড়াও উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ইংল্যান্ডের ড্যানি ওয়াট, সোফি ইকলেসটোন অংশ নিচ্ছেন। শ্রীলঙ্কার থেকে খেলবেন শশিকলা শ্রীবর্ধনে ও চামারি আতাপাত্তু। ডেয়ান্দ্রা ডটিন ওয়েস্ট ইন্ডিজ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে অংশ নিতে চলেছেন টুর্নামেন্টে। আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে নারীদের আইপিএল। প্রথম ম্যাচে গেল দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাসের বিপক্ষে মাঠে নামবে ভেলোসিটি।  ৫ নভেম্বর ট্রেইলব্লেজার্স-ভেলোসিটির ম্যাচ দিয়ে মাঠের লড়াইয়ে নামবেন সালমা- জাহানারা।  রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন ম্যাচে অংশ নিবে দলগুলো। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ৯ নভেম্বর ফাইনালে শিরোপার লড়াইয়ে লড়বে।  টুর্নামেন্টে অংশ নিতে সালমা-জাহানারা ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের অধীনে করোনা টেস্ট করতে হবে দুই তারকাকে।

Share.