আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা

0

স্পোর্টস ডেস্ক: কদিন আগে দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সুরেশ রায়নাকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে যাওয়া আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন রায়না। এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র লাসিথ মালিঙ্গা। ব্যক্তিগত কারণে তিনিও আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন।  মালিঙ্গাকে না পাওয়ার বিষয়টি গতকাল বুধবার নিশ্চিত করেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি। লঙ্কান পেসারকে এ আসরে খুব মিস করবেন বলে জানান আকাশ আম্বানি, ‘লাসিথ একজন কিংবদন্তি এবং মুম্বাইয়ের শক্তির স্তম্ভ। এ মৌসুমে আমরা তাঁর ক্রিকেটীয় তীক্ষ্ণ বুদ্ধির অভাব অনুভব করব, এ বিষয় অস্বীকার করার কোনো কারণ নেই। তবে আমরা পুরোপুরিভাবেই বুঝতে পারছি, এ সময়ে তাঁর পরিবারের সঙ্গে শ্রীলঙ্কায় থাকা প্রয়োজন।’ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, মালিঙ্গার বাবা খুব অসুস্থ। আগামী সপ্তাহে তাঁর অস্ত্রোপচার করানো হতে পারে। যার কারণে বাবার পাশে থাকতে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন মালিঙ্গা। ধারণা করা হচ্ছিল, আসরের শেষদিকে হয়তো তাঁকে দেখা যাবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হচ্ছে না।অবশ্য এরই মধ্যে মালিঙ্গার বিকল্প পেয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। লঙ্কান পেসারের জায়গায় জেমস প্যাটিনসনকে দলে ভিড়িয়েছে তারা। এবারই প্রথম আইপিএলে দেখা যাবে অস্ট্রেলিয়ান এ পেসারকে।প্যাটিনসনকে স্বাগত জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের মালিক, ‘জেমস আমাদের জন্য সঠিক  বোলার। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে আমাদের পেস আক্রমণে বাড়তি প্রাপ্তি হবেন তিনি।’আগামী ১৯ সেপ্টেম্বর মরুর বুকে শুরু হচ্ছে আইপিএলের ১৩তম আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১০ নভেম্বর।

Share.