আইপিএল দর্শকহীন মাঠে করাতে চায় বিসিসিআই!

0

স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস ইতোমধ্যে ২০৯টি দেশে হানা দিয়েছে। এর থাবায় প্রাণ গেছে লক্ষাধিক মানুষের। আক্রান্ত হয়েছে প্রায় ১৭ লাখ। এর প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। করোনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। স্থবির হয়ে পড়েছে পুরো ক্রীড়াজগত। এদিকে ভারতে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। তাই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) মাঠে গড়ায়নি এখনো। যদিও ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। এখন খেলা মাঠে গড়ানোর কোনো লক্ষণও নেই। তাই আইপিএলের ভবিষ্যত এখনো অনিশ্চিত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চাইছে জুলাইতে হলেও আইপিএলের ১৩তম আসর আয়োজন করতে। সেক্ষেত্রে প্রয়োজনে খালি মাঠে খেলা চালাতে হলে, তাই করবে বিসিসিআই। প্রতিবছর আইপিএলের জন্য এমন সময়সীমা নির্ধারণ করা হয় যাতে বিদেশি খেলোয়াড়রা এখানে অংশ নিতে পারে। এবার সে সুযোগ কমে গেছে। তবে জুলাই মাসে হলে কিছু খেলোয়াড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি শীতে আয়োজন করতে হয়, সেক্ষেত্রে বিভিন্ন দেশের ঘরোয়া লিগের সূচির সঙ্গে মিলে যাবে আইপিএলের সময়। তাহলে বিদেশি খেলোয়াড় পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই জুলাইতে আইপিএলের ১৩তম আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। জানা গেছে, সরকারের পক্ষ থেকে খেলা চালানোর সবুজ সংকেত পেলেই মাঠে গড়াবে আইপিএল। আর তখন প্রয়োজন পড়লে ফাঁকা স্টেডিয়ামেও খেলা চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। দর্শকহীন আইপিএল হলে বিপুল পরিমাণ অর্থ লাভ হতে বঞ্চিত হবে বিসিসিআই। তবে আইপিএলের স্বার্থে এটা মেনে নিতে রাজি রয়েছে ভারতীয় বোর্ড।

Share.