আইসিইউতে সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি

0

ঢাকা অফিস: সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির অবস্থা সংকটাপন্ন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গত শনিবার বিএসএমএমইউ’তে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পি। হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. এ কে এম আখতারুজ্জামান জানান, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পি। রোববার বাংলাদেশ সময় সকালে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। ফজিলাতুন্নেসা বাপ্পি নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

Share.