আগামী ১ ডিসেম্বর নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল

0

স্পোর্টস ডেস্ক: আগামী ১-১০ ডিসেম্বর নেপালে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমসের ১৩তম আসর যা, দক্ষিণ এশিয়ার অলিম্পিক হিসেবে পরিচিত। মঙ্গলবার বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল ও কর্মকর্তারা এক ফটোসেশনে অংশ নেন। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সময় ১০টায় বিমানযোগে নেপালের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করবে পুরুষ ও নারী হ্যান্ডবল দল। পুরুষ বিভাগে বাংলাদেশ খেলবে এ-গ্রুপে। তাদের সঙ্গে আছে ভারত ও মালদ্বীপ। নারী দল খেলবে বি-গ্রুপে। তাদের সঙ্গে আছে নেপাল ও শ্রীলঙ্কা। নারী দলের খেলোয়াড়রা হলেন : শিল্পী আকতার (অধিনায়ক), মাসুদা আক্তার, রুবিনা বেগম, ময়না বেগম, মোসাম্মৎ সিফা, নাজিরা আক্তার, সুমি বেগম, শিরিনা আক্তার, নূর জাহান, আছিয়া আক্তার, ফাল্গুণী বিশ্বাস, খালেদা সুলতানা, খাদিজা খাতুন, ইশরাত জাহান ইভা, আলপনা আক্তার, সোনিয়া বেগম; কোচ : নাসির উল্লাহ, সহকারী কোচ : দিদার হোসেন, মানেজার : জাহাঙ্গীর হোসেন, সহকারী ম্যানেজার : আয়শা জামান। পুরুষ দলের খেলোয়াড়রা হলেন : সোহেল রানা, সামশুদ্দিন সানি, মো: সোহেল রানা (অধিনায়ক), সাগর মিয়া, ইমদাদুল হক, মাসুম আহমেদ, বিপুল ঘোষ, মেহেদী হাসান, সোহাগ হোসেন (সহ-অধিনায়ক), তাজু হাসান, রাকিবুল হাসান, রবিউল আওয়াল, রেজাউল করিম, সোহানুর রহমান, আবির হোসেন, শাকির শামির ইমন; কোচ : কামরুল ইসলাম, সহকারী কোচ : মীর খায়রুজ্জামান, ম্যানেজার : এসএম খালেকুজ্জামান, টিম অফিসিয়াল : ফিরোজা করিম নেইলি।

Share.