আগামী ২০ নভেম্বর ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার প্রতিবেদন

0

ঢাকা অফিস: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় দারুস সালাম থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২০ নভেম্বর দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর ) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারখি ধার্য করেন। গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানী দারুস সালাম বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৪ ডিসেম্বর সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে দারুস সালাম এলাকায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালান। তারা একইসঙ্গে চাকু, লোহার রড, হকিস্টিকসহ লাঠিসোটা দিয়ে ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব ও রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা চালান। ওই সময় ড. কামাল হোসেনের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

Share.