আগামী ২৪ অক্টোবর গ্রামীণফোন থেকে বিটিআরসির পাওনা আদায়ে আপিল শুনানি

0

ঢাকা অফিস: গ্রামীণফোনের কাছ থেকে পাওনা আদায়ের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে করা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আবেদনের শুনানির জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন চেম্বার আদালত। সোমবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত এই দিন ধার্য করেন। আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিটিআরসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই রাকিব। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গ্রামীণফোনের কাছে দাবি করা বিটিআরসি’র ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা আদায়ের ওপর হাইকোর্ট দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে গত ২ এপ্রিল ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা দাবি করে গ্রামীণফোনকে চিঠি দেয় বিটিআরসি। এই চিঠির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নিম্ন আদালতে মামলা করে গ্রামীণফোন কর্তৃপক্ষ। গত ২৮ আগস্ট নিম্ন আদালত এই আবেদন না-মঞ্জুর করেন। পরে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন। এর পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৫ নভেম্বর এ মামলার আপিলের ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করেন আদালত। তবে এরই মধ্যে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বিটিআরসি কর্তৃপক্ষ।

Share.