আগামী ৫ মে পর্যন্ত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জামিন বহাল

0

ঢাকা অফিস: শ্রম আইন লঙ্ঘন মামলায় আগামী ৫ মে পর্যন্ত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জামিন বহাল রেখেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। ওইদিন ট্রাইব্যুনালে স্থায়ী জামিনের বিষয়ে আপিল শুনানি হবে। মঙ্গলবার সকালে স্থায়ী জামিনের আবেদন করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তা। এর আগে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, তারা আদালতে উপস্থিত হয়ে এই মামলায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। এর আগে গত ৩ মার্চ এই মামলায় তাদের জামিনের মেয়াদ বাড়ান আদালত। সেদিন পরবর্তী শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত। শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।

Share.