বিনোদন ডেস্ক: দেশে প্রায় ত্রিশটি সিনেমা হলে আজ থেকে প্রদর্শন হচ্ছে- ডিপজল-আঁচল ও শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’। এটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অনুপম রেকডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন। ‘ঘর ভাঙা সংসার’ নিয়ে আনোয়ার বলেন, আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথা বলবে এই সিনেমা। দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যে আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। দর্শকেরা সিনেমাটি একবার দেখলে আবারো দেখবেন, এমনটাই বিশ্বাস আমার। শিরিন শিলা বলেন, এটি বাংলা সিনেমার একটু পেছনের সময়কার সামাজিক গল্পের ছবি। সিনেপ্লেক্স বা সব শ্রেণির দর্শকের জন্য নয় এই ছবি। এ ধরনের গল্পের ছবি দেখতে দর্শক এক সময় প্রেক্ষাগৃহে ভিড় করত। এখনো যে সেই দর্শক একেবারেই ফুরিয়ে গেছে, ব্যাপারটি তা নয়। এ ধরনের ছবিতে ডিপজল ভাইয়ের একটা বিরাট দর্শক-ভক্ত আছে। বিশেষ করে নিম্ন, মধ্যবিত্ত দর্শকের কাছে বেশি পছন্দ হবে ছবিটি। ছোটকু আহমেদের চিত্রনাট্যে ‘ঘর ভাঙ্গা সংসার’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), শাহেন শাহ, মধু প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। গান লিখেছেন এন আই বুলবুল ও পল্লী মালেক।
আজ থেকে ৩০ সিনেমা হলে ডিপজল-আঁচল ও শিরিন শিলার ‘ঘর ভাঙা সংসার’
0
Share.