শ্রীলঙ্কার ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ

0

ডেস্ক রিপোর্ট: শ্রীলংকাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। এর আগে ২১ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক এ তথ্য জানিয়ে বলেন, ‘সুদ হিসেবে আরও ২৮ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ।’ মুদ্রাবিনিময় চুক্তি অনুযায়ী, শ্রীলংকাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

Share.