আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

0

ঢাকা অফিস: স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে আজ বাসায় ফিরার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৩টায় এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে গুলশানের বাস ভবন ফিরোজায় নেয়া হবে। বিএনপির চেয়াপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাস ভবন ফিরোজায় নেয়া হবে। খালেদা জিয়াকে গত শনিবার (২৯ এপ্রিল) সন্ধায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়। গত বছরের জুন মাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। বাকি দুটি ব্লক তখন ঝুঁকিপূর্ণ ছিল না। এ ছাড়া তার শারীরিক অবস্থা বিবেচনা করে সে সময় বাকি দুটি ব্লকে রিং পরানো হয়নি। এখন তার হৃদ্‌যন্ত্রের এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, যকৃৎ, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দুর্নীতির মামলায় ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে জামিন দেয়া হয়। এরপর থেকে তার জামিনের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

Share.