আদালতে ক্ষমা চাইলেন মেয়র জাহাঙ্গীর আলম

0

ঢাকা অফিস: সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চাইলেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে হাজির হয়ে ক্ষমা চান তিনি। আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে এ ক্ষমা চান তিনি। মেয়রের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের ৪ আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেন। সেই সঙ্গে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করেন। উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিএনপির অন্যতম নেতা। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে অশালীন মন্তব্য করেন পৌর মেয়র জাহাঙ্গীর। সেই ভিডিও অপসারণ করতেও বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

Share.