আফগানিস্তানে তালেবানের শীর্ষ নেতা আবদুল ওয়ালি নিহত

0

ডেস্ক রিপোর্ট:  আফগানিস্তানের পূর্বাঞ্চলে সড়কে গাড়িতে বোমা হামলায় পাকিস্তানের শীর্ষ তালেবান নেতা আবদুল ওয়ালি নিহত হয়েছেন। আল-জাজিরা জানায়, রবিবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একটি গাড়িতে তালেবানের শীর্ষ নেতা আবদুল ওয়ালি যিনি ওমর খালিদ খোরসানিসহ কয়েকজন বোমা হামলায় নিহত হয়েছেন। আবদুল ওয়ালি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মোস্ট-ওয়ান্টেডের তালিকায় ছিল। তার অবস্থান শনাক্তের জন্য তিন মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত আবদুল ওয়ালি মৃত্যুর ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। সোমবার (৮ আগস্ট) পাকিস্তানের তালেবানের পাকিস্তানের শাখা আবদুল ওয়ালির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এজন্য তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেছে। কিন্তু নিজেদের দাবির সপক্ষে তারা কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। গত সপ্তাহে আফগানিস্তানের কাবুলে আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি হত্যার পরই আবদুল ওয়ালি নিহত হয়েছেন। দুজনের হামলার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা সে সম্পর্কে জানা যায়নি। তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান ওসামা বিন লাদেন ও আল-জাওয়াহিরি সঙ্গে আবদুল ওয়ালির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আবদুল ওয়ালিকে যুক্তরাষ্ট্র সবসময় নিজেদের দেশের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুই শীর্ষ নেতাকে হারানোর ঘটনাকে বড় ধরনের ধাক্কা বলে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

Share.