রবিবার, নভেম্বর ২৪

আফগানিস্তানে ‘প্রেসিডেন্টদের’ পাল্টাপাল্টি অভিষেক অনুষ্ঠান

0

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের দুই রাজনীতিবিদ সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের জয়ী দাবি করেছেন। নিজেদের প্রেসিডেন্ট ঘোষণা করে তারা পাল্টাপাল্টি অভিষেক অনুষ্ঠানও আয়োজন করে শপথ নিয়েছেন। বিবিসি এখবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তির পর যখন দেশটিতে দীর্ঘ কয়েক বছরের সহিংসতার অবসান ঘটিয়ে শান্তির প্রত্যাশা করা হচ্ছে তখন এই পাল্টাপাল্টি অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হলো। আফগান নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে জয়ী বলা হয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত ভোটে ঘানির জয়ের ব্যবধান ছিল সামান্য। কিন্তু প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন। এর আগের সরকারে উভয়েই পদধারী ছিলেন। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি জানিয়ে বলে আসছিলেন যে, চলমান রাজনৈতিক বিরোধী আসন্ন আন্ত আফগান আলোচনায় সরকারের অবস্থানকে গুরতর প্রভাবিত করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক আত্তা নুরী বার্তা সংস্থা এএফপিকে বলেন, আলোচনার টেবিলে জয়ী হতে হলে ঐক্য একমাত্র উপায়। ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছে আশরাফ ঘানি। প্রেসিডেন্ট প্রাসাদে তিনি অভিষেক অনুষ্ঠান আয়োজন করেন। প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ অনুষ্ঠান আয়োজন করে সাপেদার প্রাসাদে। যদিও তার দলের নেতারা বলেছিলেন তারা অনুষ্ঠান আয়োজন বাতিল করতে প্রস্তুত। বিরোধ নিরসনে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমায় খালিলজাদ। তিনি ক্ষমতা ভাগাভাগির একটি রূপরেখা প্রস্তুত করার চেষ্টা করছিলেন। এক আফগান ব্যক্তি বলেন, এক দেশে দুজন প্রেসিডেন্ট থাকা অসম্ভব। শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের বদলে সমাধান খুঁজতে তাদের একে অন্যের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল।

Share.