করোনাভাইরাসের কারনে কাতারে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের বিস্তার রোধে আগামীকাল ১০ মার্চ থেকে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কাতারের শিক্ষা মন্ত্রণালয়। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ঘোষণা বলবত থাকবে বলে জানানো হয়েছে। আজ সোমবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গতকাল রবিবার দেশটির সরকার বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয়। আজ সোমবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। দেশগুলো হলো- চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড।

Share.