আফগানিস্তানে শিক্ষকদের বাসে বোমা বিস্ফোরণ, নিহত ৩

0

ডেস্ক রিপোর্ট:  আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার পারওয়ান প্রদেশে এ বিস্ফোরণের ঘটে বলে জানা যায়।পুলিশ জানায়, আল বেরুনি ইউনিভার্সিটির স্টাফ এবং শিক্ষকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আহত কয়েকজন শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরুর পর আশঙ্কাজনক হারে বেড়েছে বোমা হামলা।মার্কিন ও নাটোর কর্মকর্তারা সম্প্রতি বলেন যে, তালেবান এখনও পর্যন্ত আফগানিস্তানে সহিংসতা হ্রাস করার প্রতিশ্রুতি অনুসারে ব্যর্থ হয়েছে। তবে দলটি অভিযোগ অস্বীকার করেছে।এর আগে, গত শনিবার কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হন। আহত শতাধিক। যাদের অধিকাংশই শিক্ষার্থী।

Share.