আমেরিকানদের টিকা নেওয়ার আহ্বান ট্রাম্পের

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের জনগণকে করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ফক্স নিউজ প্রাইমটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।সংবাদমাধ্যম সিএনএন জানায়, ফক্স নিউজ প্রাইমটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, টিকাটি ‘নিরাপদ’ ও ‘এমন একটা কিছু যা কাজ করে’।ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এটি (টিকা) নিতে সুপারিশ করব। বিপুল মানুষ, যারা এটি নিতে চায় না এবং সেই অসংখ্য মানুষকে, যারা আমাকে ভোট দিয়েছে—তাদের এ টিকা নিতে আহ্বান জানাচ্ছি।’যুক্তরাষ্ট্রে যারা টিকাদান কর্মসূচির বিরোধী তাদের মধ্যে ট্রাম্পের সমর্থকরাই অন্যতম প্রধান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে মহামারির ভয়াবহতাকে তেমন গুরুত্ব না দেওয়ায় সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনাও আছে ব্যাপক।যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরুর পর দেশটির জীবিত সব সাবেক প্রেসিডেন্টই নাগরিকদের এ টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একমাত্র ট্রাম্পই এ বিষয়ে দীর্ঘদিন চুপ ছিলেন।সদ্যবিদায়ী এ প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে গোপনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

Share.