আমেরিকায় স্থায়ী হলেন শাকিব

0

বিনোদন ডেস্ক: ২০২০ সালের ১২ জানুয়ারি সংবাদ প্রকাশ করেছিল দেশের নায়ক শাকিব খান আমেরিকায় স্থায়ী হচ্ছেন। তিনি দেশটির নাগিরকত্ব চেয়ে আবেদন করেছেন। তখন সেই তথ্য মিথ্যা ও গুজব দাবি করে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে দুই বছর পর সেই গুজবই সত্যি হলো। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা হয়ে গেছে তার। তিনি এখন সে দেশের নাগরিক। বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, শাকিব খান আমেরিকার গ্রিন কার্ড হাতে পেয়েছেন। এজন্যই গত ছয় মাসেরও বেশি ধরে তিনি মার্কিন মুলুকে পড়ে আছেন সিনেমা-শুটিং ফেলে। ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনয়শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করেছেন। তার সেই আবেদন ২০১৯ সালের ডিসেম্বরে গৃহীত হয়েছে। একটি দক্ষ এজেন্সির মাধ্যমে শাকিব খান আবেদনটি করেছেন। তবে অন্য কিছু গণমাধ্যমে দাবি করেন, আমেরিকার ভিসা বা গ্রিনকার্ড সংক্রান্ত সংবাদটি ভুয়া। এমনকি ২০২১ সালের নবেম্বরে আমেরিকায় পৌঁছানোর পরও তিনি সে দেশের নাগরিকত্ব চাওয়া প্রসঙ্গে মিথ্যাচার করেছেন। কিন্তু তার সেসব বক্তব্য এখন ভুয়া হিসেবে প্রমাণ হলো। করোনার কারণে কার্যক্রম পিছিয়ে যায় প্রায় দুই বছর। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে গত বছরের নবেম্বরে দেশ ছেড়েছিলেন শাকিব খান।

Share.