আমেরিকা সফর থেকে বিরত থাকুন: ইরান

0

ডেস্ক রিপোর্ট: ইরানি জনগণকে বিশেষ করে বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদেরকে আমেরিকা সফর থেকে কঠোরভাবে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ইরানি নাগরিকদের বিশেষ করে বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদেরকে বেআইনিভাবে আটক করে তাদেরকে অনুপোযুক্ত ও অমানবিক পরিবেশে দীর্ঘমেয়াদে আটক করে রাখছে।কাজেই তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন কোনো বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণের জন্যও আমেরিকা সফরে না যান। আমেরিকা সফরে গিয়ে আটক হয়ে এক বছরেরও বেশি সময় পর একজন ইরানি বিজ্ঞানী দেশে ফেরার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানাল।ড. মাসুদ সোলেইমানি নামের ওই বিজ্ঞানী একটি গবেষণার কাজে আমেরিকা সফরে গিয়েছিলেন কিন্তু ২০১৮ সালের অক্টোবরের শেষ দিকে শিকাগো বিমানবন্দরে পৌঁছার পর তাকে আটক করা হয়। গত শনিবার একজন মার্কিন গুপ্তচরকে আমেরিকার কাছে হস্তান্তরের বিনিময়ে ড. সোলেইমানিকে দেশে ফিরিয়ে আনা হয়। তিনি দেশে ফিরে বলেছেন, মার্কিন কারাগারে তাকে গুরুতর অপরাধীদের সঙ্গে থাকতে দেয়া হয়েছিল এবং তার সহবন্দিদের জানানো হয়েছিল তিনি একজন সন্ত্রাসী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার দেশের বিজ্ঞানীদের অভাবনীয় সাফল্য সহ্য করতে না পারে আমেরিকা এ ধরনের অমানবিক পদক্ষেপের আশ্রয় নিয়েছে।

Share.