আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত

0

ঢাকা অফিস: নীলফামারীতে নতুন করে আরো দুই ব্যক্তি করোনা শনাক্ত হয়েছে। রবিবার(৩ মে)রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান, দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে নীলফামারী জেলায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। নতুন আক্রান্তরা হলেন জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্লিনিক পাড়া গ্রামের ২৮ বছরের এক শ্রমিক ও কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া ছাদুরারপুল গ্রামের ৪০ বছরের এক যুবক। দুইজনে ঢাকা ও টাংগাইলে শ্রমিকের কাজ করতেন। ২৮ ও ২৯ এপ্রিল তারা নিজবাড়িতে ফিরলে তাদের ৩০ এপ্রিল নমুনা নিয়ে দিনাজপুরের পরীক্ষা কেন্দ্রে পাঠায় স্বাস্থ্য বিভাগ।এ ঘটনায় ডিমলার ওই যুবকের বাড়ি সহ আশে-পাশের ৫৭টি বাড়ি লকডাউন ঘোষনা করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।এ নিয়ে জেলায় ২৩ জন করোনা রোগীর শনাক্ত হলো। রবিবার(৩রা মে) বিকেলে নীলফামারী জেনারেল হাসপাতালের আইশোলেশন ওয়ার্ড থেকে তিনজন ছাড়পত্র পেয়ে নিজ নিজ বাড়ি ফিরে যায়। এ নিয়ে আইসোলেশন ওয়ার্ড হতে মোট ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন। জেলায় গত ২৪ঘন্টায় নতুন করে ১০৭ জন সহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ২৫৪জন।

Share.