আর্সেনালের খেলোয়াড়রা বেতন কম নিতে রাজি

0

স্পোর্টস ডেস্ক: বেশ কয়েক সপ্তাহ ধরেই ইংলিশ ক্লাবগুলোর মাঝে আলোচনা চলছে খুব। করোনাকালে আর্থিক সঙ্কট মোকাবিলায় তারা চায় বেতন কর্তণ। এই আলোচনায় অবশেষে রাজি হয়েছে আর্সেনাল। শর্তসাপেক্ষে খেলোয়াড় থেকে শুরু করে সিনিয়র কোচেরা বেতন কম নিতে রাজি আছেন। এর ফলে বার্ষিক বেতন থেকে তাদের কাটা যাবে ১২.৫ শতাংশ। এই কর্তণের পরিমাণ কম হলেও এমনটি কার্যকর থাকছে প্রায় এক বছরের মতো। এই এপ্রিলের শেষ দিকে এটি চালু হবে, চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। অবশ্য কেটে নেওয়া অংশ খেলোয়াড় ও কোচেরা ফেরত পাবেন, যদি তারা আগামী মৌসুমে ক্লাবকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেন। সেই কাঙ্ক্ষিত সাফল্যের মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। এছাড়া ইউরোপা লিগে জায়গা পেলেও কিছু অংশ ফেরত পাবেন তারা। আর্সেনাল বিবৃতিতে জানায়, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্বেচ্ছায় আমাদের মূল দল, হেড কোচ ও কোচিং স্টাফ এই সঙ্কটকালে ক্লাবকে সহায়তার জন্য রাজি হয়েছেন। এর ফলে বার্ষিক বেতন থেকে ১২.৫ শতাংশ কম নেবেন তারা। কয়েক দিনের মধ্যেই চুক্তির কাগজপত্র তৈরি করা হবে। যদি কাঙ্ক্ষিত সাফল্য আমরা মাঠে পেতে পারি, তাহলে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে।’ এর ফলে ক্লাবটি বাঁচাতে পারবে ২০ মিলিয়ন পাউন্ড। জানা গেছে, ক্লাবের বেশির ভাগ খেলোয়াড় এমন উদ্যোগে রাজি হলেও দুইজন রাজি ছিলেন না। তবে গত সপ্তাহে কোচ মিকেল আর্তেতার হস্তক্ষেপের পর সব কিছু শেষ হয়েছে ঝামেলা ছাড়াই।

Share.