আলফাডাঙ্গায় অসচ্ছল প্রতিবন্ধীদের চেক ও শিক্ষা উপবৃত্তি প্রদান

0
বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, ক্ষুদ্রঋণ ও অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৬.১১.২০) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, পৌর মেয়র মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার মো. বজলুর রহমান প্রমুখ।  আলোচনা সভা শেষে ২৬৩ জন অসচ্ছল প্রতিবন্ধীকে জনপ্রতি ৩০ হাজার করে মোট ৭৮ লাখ ৯০ হাজার টাকা চেক বিতরণ করা হয়। এছাড়া ৩৯ জনকে ক্ষুদ্র ঋণ এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার ৯৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক অতুল সরকার আলফাডাঙ্গা থানার ও উপজেলার বুড়াইচ ইউনিয়নের গুচ্ছগ্রাম পরিদর্শন করেন।
Share.