পলাশবাড়ী পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলেন ৬ জন মেয়র, ২২ মহিলা কাউন্সিলর, ৮৯ জন কাউন্সিলর প্রার্থী

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর নির্বাচনে গতকাল ১৫ নভেম্বর রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন সম্ভব্য মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ। এ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে আওয়ামীলীগের আবু বকর প্রধান , বিএনপির আবুল কালাম আজাদ , জাতীয়পার্টির মজিবর রহমান,স্বতন্ত্র ভাবে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ইসলাম,স্বতন্ত্র আমিনুল ইসলাম দুদু সহ মেয়র পদে ৬ জন ও কাউন্সিলর পদে ৮৯ জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ দলীয় সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার শাহিনুর আলম প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করেন। উল্লেখ্য ,পৌর নির্বাচনে মোট নারী পুরুষ ভোটার রয়েছে ৩১ হাজার ৬ শত ২ জন। এদের মধ্যে নারী ভোটার রয়েছে ১৬ হাজার ২ শত ৬৮ জন, পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ৩ শত ৩৪ জন। আগামী ১৭ নভেম্বর যাচাই বাছাই ,২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন,২৪ নভেম্বর প্রতিক বরাদ্দ, আগামী ১০ ডিসেম্বর পৌর সভার ১৬ টি কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহন ।

Share.