আলু বিক্রি বন্ধ কারওয়ান বাজারে

0

ঢাকা অফিস: কোল্ডস্টোরেজ থেকে আলু না ছাড়ার কারণে আলু পাচ্ছেন না ব্যবসায়ীরা। যে কারণে রাজধানীর কারওয়ান বাজারে বন্ধ হয়ে গেছে আলু বিক্রি। রাজধানীর কারওয়ান বাজারের আলু ব্যবসায়ীরা জানান, সরকার বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কেনা আলু তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি না করায় জরিমানার মুখে পড়তে হচ্ছে। এ কারণে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তাই সমস্যা সমাধানে দ্রুত সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। বাজারে লাগাম টানতে সরকারের কড়াকড়ি ও টিসিবির মাধ্যমে আলু বিক্রির ঘোষণার পরই চাপ পড়ে ব্যবসায়ীদের ওপর। কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া ৩০ টাকা কেজি দরে বিক্রি না করলে আর্থিক জরিমানাসহ শাস্তি ঠেকাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কারওয়ান বাজারের আড়ৎদাররা।   রেকর্ড উৎপাদন আর পর্যাপ্ত মজুত সত্ত্বেও গেল কয়েকদিন ধরেই আলুর বাজার বেড়েই চলেছে। এরমধ্যেই আলু বিক্রি বন্ধ হওয়ায় সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে পড়তে থাকে এর নেতিবাচক প্রভাব। আজ মঙ্গলবার সকাল থেকেই তাই কারওয়ান বাজারের ব্যবসায়ীরা আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন।

Share.