আয়া সোফিয়ায় পর্যটকের ঢল, তিন মাসে ১৫ লাখ

0

ডেক্স রিপোর্টঃ তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ দেখতে দেশি-বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। গত তিন মাসেই ১৫ লাখ দর্শনার্থী মসজিদটি পরিদর্শন করেছেন।তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে ইস্তাম্বুলের মুফতি মাহমুদ আমিন জানান, সপ্তাহের কর্মদিবসে প্রায় ১৫ হাজার এবং সাপ্তাহিক ছুটির দিনে ২৫-৩০ হাজার দর্শনার্থী আয়া সোফিয়ায় আসেন।করোনা মহামারীর মধ্যেও প্রতিদিন হাজার হাজার তুর্কি ও বিদেশি নাগরিক আয়া সোফিয়া পরিদর্শন করেছেন বলে জানান তিনি।অনেক প্রত্যাশা আর আন্দোলনের পর দীর্ঘ ৮৬ বছর পর চলতি বছরের জুলাইয়ে আয়া সোফিয়ার জাদুঘরের মর্যাদা বাতিল ঘোষণা করেন তুরস্কের আদালত।রায়ে বলা হয়, এই ভবন মসজিদ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার সম্ভাব্য বৈধ হবে না।পরে ২৪ জুলাই জুমার নামাজ থেকে সেখানে নিয়মিত নামাজ শুরু হয়। তবে ভবনটি অমুসলিম ও বিদেশি পর্যটকদের জন্যও খোলা রাখা হয়েছে।

Share.