ইংল্যান্ডে অ্যাম্বুলেন্স কর্মীদের সহায়তা দেবে সশস্ত্র বাহিনী

0

ডেস্ক রিপোর্ট: করোনার বিরুদ্ধে লড়াইয়ে অ্যাম্বুলেন্স কর্মীদের সহায়তা দিতে সশস্ত্র বাহিনীর প্রায় ২০০ সদস্যকে মাঠে নামছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অ্যাম্বুলেন্স পরিচালনায় ন্যাশনাল হেলথ সার্ভিসকে সহায়তা দেবেন তারা। পিপিই পরিবহন ও লন্ডনে জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ (এনএইচএস)-এর নাইটিঙ্গেল হাসপাতাল তৈরিতেও সহায়তা দিয়েছে সামরিক বাহিনী। দেশজুড়ে এনএইচএচ-এর পাঁচটি অ্যাম্বুলেন্স ট্রাস্টে পাঠানো হবে রাজকীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের। এলাকাভেদে সামরিক বাহিনীর সদস্যদের দায়িত্ব ভিন্ন হতে পারে। তবে সাধারণভাবে তারা নাগরিকদের ফোন পেলে অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যাবেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২০৮। এর মধ্যে ১০ হাজার ৬২৯ জনের মৃত্যু হয়েছে। দেশে আক্রান্তদের মধ্যে রাজপরিবারের সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যও রয়েছেন।

Share.