ইংল্যান্ড সফরের জন্য ২৯ সদস্যের দল পাকিস্তানের

0

স্পোর্টস ডেস্ক: এখনও চূড়ান্ত হয়নি সূচীও। তবে সূচী ঘোষণা না হলেও নিশ্চিত ভাবে এই সিরিজ মাঠে গড়াবে সেটা বলার অপেক্ষা রাখে না। সে অনুযায়ী পাকিস্তান-ইংল্যান্ড খেলবে তিনটি একদিনের ম্যাচের সিরিজ ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজ নিয়ে পাকিস্তানের আশার দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। করোনা বিপর্যয় মাথায় নিয়েও জুলাইয়ের ৮ তারিখ থেকে ইংলিশদের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। তবে সফর শুরুর আগে নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারী দলের খেলোয়াড়দের। তাই একসঙ্গেই ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে আছে দুই নতুন মুখ। একজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হায়দার ও স্পিনিং অল-রাউন্ডার কাশিফ ভাট্টি। হায়দার বিশ্বকাপে ভারতের বিপক্ষে একটি অর্ধশতকের ইনিংস ছাড়া কিছুই করতে পারেননি তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৯ ম্যাচে ২৩৯ রান করে নজরে আসেন প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ উল হকের। এছাড়া কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা কাশিফও নজর কেড়েছেন প্রথম শ্রেণীর টুর্নামেন্টে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে। তবে দল ঘোষণার আগেই এই সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন মোহাম্মদ আমির ও হ্যারিস সোহেল। দীর্ঘদিন পর দলে জায়গা হয়েছে ফাওয়াদ আলমের। ২৯ জনের দলের বাইরেও রাখা হয়ে আরও চার ক্রিকেটারকে (বিলাল আসিফ, মোহাম্মদ নওয়াজ, ইমরান বাট ও মুসা খান) । কেন না এই সফরের আগে সবাইকে দিতে হবে করোনা পরীক্ষা। এখানে কেউ পজিটিভ হলে ডাকা হবে চারজন থেকে।

পাকিস্তান দল: আজহার আলি (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), আবিদ আলি, ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান খান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান, ইয়াসির শাহ।

Share.