ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারীদের উদ্দেশ্য ছিল চুরি : র‌্যাব

0

ঢাকা অফিস: চুরির উদ্দেশ্যে ইউএনও ওয়াহিদা খানমের ঘরে ঢুকেছিল তবে এসময় বাধা দেওয়ায় ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর উপর হামলা হয় বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতার আসাদুলের স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। এর আগে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এর উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গ্রেফতারকৃতরা হলো, আসাদুল হক (৩৫), নবীরুল ইসলাম(৩৪) ও সান্টু কুমার বিশ্বাস(২৮) র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বড় ভাই ফরিদ উদ্দিন ঘোড়াঘাট থানায় মামলা দায়েরের পর থেকে র‌্যাব ছায়া তদন্ত অব্যাহত রাখে। এর একপর্যায়ে প্রধান সন্দেহভাজন আসাদুলকে শুক্রবার ভোরে হিলির কালীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দিনভর অভিযান চালিয়ে রংমিস্ত্রী নবীরুল ও সান্টুকে গ্রেফতার করা হয়। সিসি টিভির ফুটেজে একজন আসামীর চুন মাখা লাল টি-শার্টও উদ্ধার করা হয়। প্রাথমিক স্বীকারোক্তিতে গ্রেফতারকৃত আসাদুল হক জানিয়েছে তারা চুরির উদ্দেশ্য ওয়াহিদা খানমের বাসায় প্রবেশ করে। এর পর নবীরুল বাসার ভিতরে প্রবেশ করে ওয়াহিদা খানমের মাথায় হাতুড়ী দিয়ে আঘাত করে বলে জানিয়েছেন র‌্যাব কমান্ডার। তবে ঘটনার নেপথ্যে আরও কোনো কারণ আছে কিনা তা জানতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন এলিট ফোর্স র‌্যাব-১৩ রংপুরের প্রধান। তিনি জানান, অভিযুক্তদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ হবে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, এঘটনায় র‌্যাব জিজ্ঞাসাদাদের জন্য ছয় জনকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদে তিন জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে বাকিদের ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, আমরা প্রয়োজনে আরো অনেককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসতে পারি। যাদের গ্রেফতার করা হয়েছে তারা ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকে। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তাদের অল্প সময়ের মধ্যে অবস্থান সনাক্ত করতে পেরেছি।। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বহিস্কৃত ঘোড়াঘাট উপজেলা যুবলীগ আহবায়ক জাহাঙ্গীরসহ আরো তিনজনকে আটক করলেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমের মাথায় হাতুড়ী দিয়ে আঘাত করে মারাত্মক জখম করা হয়। আহত ওয়াহিদা খানম রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেনের স্ত্রী।

Share.