রংপুরের অহংকার গোলাম মোস্তফা বাটুলের মৃত্যুতে ন্যাপ চেয়ারম্যানের শোক

0

স্টাফ রিপোর্টার: রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানলের সম্পাদক ও প্রকাশক, একজন সাংবাদিক তৈরির কারিগর বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুলের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমঅধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, খোন্দকার গোলাম মোস্তফা বাটুলের মৃত্যুতে রংপুরবাসী সহ দেশবাসী এক দেশপ্রেমিক রাজনীতিবিদ হারালো।তিনি বলেন, ১৯৬২ সালে পাকিস্তানি শাসক আইয়ুব খান বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে র্ংপুরের শ্রমিক রাজনীতিতে তিনি ছিলেন এক উজ্জল নক্ষত্র। রংপুরের সংবাদপত্র জগতে তার অবদান সকল সময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে।ন্যাপ মহাসচিব ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের শোক এদিকে রংপুরের সাংবাদিক জগতের কিংবদন্তী বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুলের মৃত্যুতে আরো শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রীবন।তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, শুধু সাংবাদিকতা, সম্পাদনা আর রাজনীতির মধ্যেই থেমে ছিলেন না বাটুল। মিঠাপুকুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্যতম উদ্যোক্তা হিসেবে সেটি প্রতিষ্ঠা করেন। তার হাতে গড়া সংগঠন মটর শ্রমিক ইউনিয়ন এখন উত্তরাঞ্চলে সব থেকে প্রতিষ্ঠিত শক্তিশালী সংগঠন। তিনি প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী সংগঠন রংপুর খেলাঘর, শিখা সংসদসহ অসংখ্য সংগঠন। সাংবাদিকতায় অনবদ্য অবদান রাখার জন্য রংপুর পৌরসভার সিটিজেন অ্যাওয়ার্ড, রংপুর রিপোর্টার্স ক্লাবের মোনাজাত উদ্দিন সাংবাদিকতা স্মৃতিপদকসহ অসংখ্য পদক পেয়েছেন তিনি। তারা বলেন, রংপুরের মানুষ তাকে সকল সময়ই স্মরণ করবে শ্রদ্ধার সাথে।

Share.