বুধবার, জানুয়ারী ১

ইউক্রেনের খারকিভে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অ্যামনেস্টির

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, খারকিভে রুশ বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ গুচ্ছবোমা ব্যবহারের অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সম্প্রতি, প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি বলেছে, খারকিভ ও এর আশপাশের এলাকায় রুশ বাহিনী একের পর এক নির্বিচার বোমা হামলা করেছে। এতে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যা যুদ্ধাপরাধের শামিল। প্রতিবেদনে আরও বলা হয়, গুচ্ছবোমার সঙ্গে সঙ্গে অনিয়ন্ত্রিত রকেট ও কামানের গোলা দিয়ে হামলা করেছে রুশ বাহিনী। সব ক্ষেত্রেই যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। সংস্থাটির ‘ক্রাইসিস রেসপন্স’ বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা দোনাতেলা রোভেরা বলেন, যুদ্ধে ক্ষতিগ্রস্তরা মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানোর সময় কিংবা খাবার ও ওষুধ কেনার সময় তাদের বাড়ি, রাস্তা, খেলার মাঠ ও কবরস্থানে প্রাণ হারাচ্ছেন। নিষিদ্ধ গুচ্ছবোমার এভাবে বারবার ব্যবহার মর্মান্তিক।

 

Share.