মুশফিককে পেছনে ফেলে মে মাসের সেরা ম্যাথিউস

0

স্পোর্টস রিপোর্ট: মে মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমকে পেছনে ফেলে প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম লঙ্কান ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। সেরা ক্রিকেটার হওয়ার দৌঁড়ে অ্যাঞ্জেলোর ম্যাথিউসের বিপরীতে ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও তার স্বদেশী পেসার আসিথা ফার্নান্দো। মূলত গত মাসে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতেই সেরা হওয়ার দৌঁড়ে জায়গা পেয়েছিলেন এই তিনজন। ওই সিরিজের দুই টেস্টেই সেঞ্চুরির দেখা পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই ম্যাচে মোট ৩৪৪ রান করে সিরিজের সেরা ক্রিকেটারও ছিলেন তিনি। চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ম্যাথিউস। আউট হন ১৯৯ রানে। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত থাকেন ১৪৫ রানে। প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়ার পর দুই প্রতিদ্বন্দ্বীকেও অভিনন্দন জানিয়েছেন ম্যাথিউস। এ বিষয়ে তিনি বলেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়ে আমি আসলেই সম্মানিত বোধ করছি। আমি আসিথা ফার্নান্ডো আর মুশফিকুর রহিমকেও অভিনন্দন জানাতে চাই, যারা দুর্দান্ত পারফর্ম করে এই পুরস্কারের দৌড়ে সামনের দিকে ছিলেন।’ এদিকে নারীদের ক্রিকেটে মাসসেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অভিষিক্ত স্পিন সেনসেশন তুবা হাসান। মে মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়েছে।

 

Share.