ডেস্ক রিপোর্ট: ইউক্রেন ও তার মিত্র প্রতিবেশী দেশগুলোকে সহায়তার জন্য এক হাজার ৩৬০ কোটি মার্কিন ডলারের তহবিলে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। চলতি সপ্তাহের শেষে সিনেটেও এ প্রস্তাব অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টর্স জানায়, বুধবার রাতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এই তহবিলে অনুমোদন দেওয়া হয়। ইউক্রেনের জন্য এই সহায়তা তহবিলে ৬৫০ কোটি ডলার রাখা হয়েছে পূর্ব ইউরোপে সেনা ও অস্ত্র পাঠাতে এবং মিত্র বাহিনীকে অস্ত্রায়ন করতে যুক্তরাষ্ট্রের খরচের খাতে। জাতিসংঘের মতে, ইউক্রেন থেকে ২০ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছে। ফলে সেখানে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে বিশ্লেষকরা। এ কারণে সেখানে ত্রাণ সামগ্রী পাঠানোসহ ইউক্রেনের নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য এ তহবিলের ব্যবস্থা করা হয়। প্রতিনিধি পরিষদে দুটি আলাদা ভোটে তহবিলের এই বিলটি অনুমোদন পায়। এই সহায়তা উদ্যোগের মধ্যে নিরাপত্তা কর্মসূচিগুলোর পক্ষে বিপুল সমর্থন রয়েছে। প্রস্তাবটি ৩৬১-৬৯ ভোটে পাস হয়। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের বলেন,‘ইউক্রেনে একটি যুদ্ধ চলছে। আমরাও এখানে গুরুত্বপূর্ণ কাজ করছি।’ তিনি আরও জানান, বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ৪৫ মিনিট কথা বলেছেন। তার দেশের জন্য অস্ত্র ও অন্যান্য সহায়তার বিষয়ে তারা আলোচনা করেছেন।
ইউক্রেনের জন্য ১৩৬০ কোটি ডলারের অনুমোদন মার্কিন কংগ্রেসে
0
Share.