শেখ হাসিনা দেশের সব মানুষের মুখে অন্ন, বস্ত্র উঠিয়ে দেয়ার ব্যবস্থা করেছেন: স্থানীয় সরকার মন্ত্রী

0

বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধর কন্যা শেখ হাসিনা দেশের সব মানুষের মুখে অন্ন, বস্ত্র উঠিয়ে দেয়ার ব্যবস্থা করেছেন। কোন মানুষ গৃহহীন থাকবে না। তিনি বলেন, যেখানে যত গৃহহীন মানুষ আছে প্রত্যেককে শেখ হাসিনা বিনামূল্যে ঘর নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করেছেন। এটা সারা বাংলাদেশের সার্বিক অবস্থা। তিনি বলেন, গ্রামে রাস্তা হয়েছে, বিদ্যুত গিয়েছে। শিক্ষার মান বেড়েছে, স্বাস্থ্যের অবস্থা উন্নতি হয়েছে এবং গ্রামের অর্থনীতির অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর জিমখানা শেখ রাসেল পার্কের অবস্থিত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের আধুনিক নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আট কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পাচঁ তলা বিশিষ্ট চারুকলা ভবন নির্মাণ করেন সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, এ দেশের জন্য ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে। ২ লাখ মা-বোন ইজ্জত দিয়েছে। সেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্ব ছিল বলেই আজকে আমরা শান্তিতে আছি, সার্থক মনে করি। তিনি বলেন, আমি মনে করি আওয়ামীলীগ মানি উন্নয়ন, আওয়ামীলীগ মানি এগিয়ে যাওয়া, আওয়ামীলীগ মানি সমৃদ্ধি, আওয়ামীলীগ মানি সম্মান পাওয়া ও আওয়ামীলীগ মানি সন্ত্রাস দমন করা। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধ বাংলার মানুষের মুক্তির স্বপ্ন দেখেছেন। উন্নয়নের স্বপ্ন দেখেছেন, উজ্জ্বল সমৃদ্ধি জাতির স্বপ্ন দেখেছেন। সেই জাতির ইশনাল্লাহ উন্নয়ন হবেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বার্হী কর্মকর্তা আবুল আমিনসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে সকাল এগারোটায় নগর ভবনে মন্ত্রী সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মোক্ত রাখতে হবে। রাস্তা দিয়ে গাড়ি চলবে। ফুটপাত দিয়ে মানুষ হাটবে। ফুটপাত হাটাচলাচলের জন্য উন্মোক্ত রাখতে স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিয়ে এ কাজ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জনপ্রনিধিদের কাজ হলো নীতিমালা প্রনয়ন করা, আর সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হলো তা বাস্তবায়ন করা। নারায়ণগঞ্জ সিটি কর্পোশেনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জকে পজেটি নারায়ণগঞ্জ হিসেবে বাংলাদেশে সামনে তুলে ধরতে চাই। যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলেতে হলে চাষাঢ়া থেকে দুইনং রেলগেইট পর্যন্ত রেলওয়ের পাশে দিয়ে বিকল্প রাস্তা নির্মাণ করতে হবে। শীতলক্ষ্যা নদীতে কদমরসুল সেতু দ্রুত নির্মাণ এবং শীতলক্ষ্যা নদীকে দুষণ মুক্ত করতে হবে। নদীর দুইপাড়ে ওর্য়াকওয়ে নির্মাণ করার জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে সহযোগিতা চান। তিনি বলেন, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ নদী দুষণ মুক্ত করার জন্য সরকার যে কমিটি করে দিয়েছেন সেই কমিটির সভাপতি মন্ত্রী আপনি। আপনার নেতৃত্বে নদীর দুষণ ও দখল মুক্ত করার কাজ চলছে।

 

Share.