ইউক্রেন নিয়ে আগের অবস্থান থেকে সরলেন হেনরি কিসিঞ্জার

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের ভূমি হস্তান্তর নিয়ে কিয়েভ ও পশ্চিমাদের পরামর্শ দিয়েছেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। তিনি পরামর্শ দিয়েছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দখল করা ইউক্রেনের কোনো ভূখণ্ড যেন রাশিয়ার কাছে হস্তান্তর না করা হয়। ভবিষ্যতে শান্তি আলোচনায় এ সংঘাতের অবসান ঘটাতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। খবর আল-জাজিরার। জার্মান পাবলিক ব্রডকাস্টার জেডডিএফকে হেনরি কিসিঞ্জার বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়টি আলোচনার টেবিলে থাকা উচিত নয়। কোন বিষয় নিয়ে আলোচনা হবে তা পশ্চিমাদের স্পষ্ট করা উচিত। তিনি আরো বলেন, ইউক্রেনের জনগণের সঙ্গে মিলেমিশে এই সমস্ত কিছু করতে হয়েছিল। কারণ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ পাঁচ মাসের সীমায় পৌঁছেছে। তিনি ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি নিয়ে তার আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করেছেন। গত মে মাসে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে কিসিঞ্জার বলেছিলেন, রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনের জন্য ইউক্রেনকে তার ভূখণ্ড হস্তান্তর করা উচিত। অবশ্য তার এমন মন্তব্যে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিসহ ইউক্রেনের কর্মকর্তারা প্রতিক্রিয়া জানিয়েছিল। কিসিঞ্জার ১৯২৩ সালে জার্মানির উত্তর ভাবারিয়ার ফুর্ট শহরে জন্মগ্রহণ করেন। কিন্তু তার জার্মান-ইহুদি পরিবার ১৯৩৮ সালে নাৎসি জার্মানি থেকে পালাতে বাধ্য হয়। তিনি ষাটের দশকের শেষের দিক থেকে সত্তরের দশকের শেষের দিক পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেন। ১৯৭৩ সালে তিনি উত্তর ভিয়েতনাম থেকে যুদ্ধবিরতি এবং প্রত্যাহার চুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পান।

Share.