ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে হামলায় নিহত-৩

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার শহর বেলগোরোদে হামলায় অন্তত তিন জন নিহত এবং কয়েক ডজন বাড়ি ঘরের ক্ষতি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে। গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪০ কিমি উত্তরে রাশিয়ার বেলগোরোদ শহরে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটিতে প্রায় ৪ লাখ লোকের বসবাস। বিস্ফোরণে অন্তত ১১টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ৩৯টি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে পাঁচটি ধ্বংস হয়েছে। অন্তত চারজন আহত হয়েছেন এবং ১০ বছর বয়সী ছেলেসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। ইউক্রেনের তরফ থেকে এই খবরে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে বেলগোরোদ এবং ইউক্রেন সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলে হামলার অসংখ্য খবর পাওয়া গেছে। মস্কো এই হামলা চালানোর জন্য কিয়েভকে অভিযুক্ত করেছে। ইউক্রেন পূর্ববর্তী হামলার দায় স্বীকার না করলেও ঘটনাগুলোকে রাশিয়ার আগ্রাসনের প্রতিদান এবং ‘কর্ম’ বলে বর্ণনা করেছে। সিনিয়র রাশিয়ান আইন প্রণেতা আন্দ্রেই ক্লিশাস ইউক্রেনকে বেলগোরোদে গোলাবর্ষণের জন্য অভিযুক্ত করেছেন এবং সামরিক প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। ক্লিশাস টেলিগ্রামে লিখেছেন, বেলগোরোদে বেসামরিকদের মৃত্যু এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস ইউক্রেনের পক্ষ থেকে সরাসরি আগ্রাসনের একটি কাজ। এই কাজের জন্য তাদের কঠোর সামরিক প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন।সূত্র: রয়টার্স

Share.