ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশ বাড়ানোর ঘোষণা ইরানের

0

ডেস্ক রিপোর্ট: ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা তিনগুণ বাড়িয়ে ৬০ শতাংশ বিশুদ্ধতার স্তরে উন্নীত করার কাজ শুরু করতে যাচ্ছে ইরান। দেশটির নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার পর এমন সিদ্ধান্ত নিল তেহরান।ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন এ ঘোষণার মাধ্যমে দেশটি পারমাণবিক বোমা বানানোর পথে আরেকটু এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য নিকট ভবিষ্যতে তেহরানের পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন।গতকাল মঙ্গলবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণা দেন। আরাকচি জানান, তাঁর দেশ মঙ্গলবারই এক চিঠিতে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।এদিকে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এক প্রতিবেদনে জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৯০ শতাংশ বিশুদ্ধতার স্তরে উন্নীত হলে পারমাণবিক বোমা তৈরি করার জন্য তা উপযুক্ত বলে বিবেচিত হয়।ইরানের নাতাঞ্জ পরমাণুকেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। আর এই হামলায় ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মো. জাভেদ জারিফ।ইরানের মূল পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে গত রোববার হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা স্পর্শকাতর এ খাতের জন্য বিরল ঘটনা। এ ঘটনাকে আজ সোমবার ইসরায়েলের নাশকতা হিসেবে আখ্যা দিয়েছেন জাভেদ জারিফ।ইরান এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে। এ জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে এ হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।এদিকে অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরানের (এইওআই) প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ‘আজকের আক্রমণের মাধ্যমে এটা পরিষ্কার, পরমাণু বিজ্ঞানে ইরানের অগ্রগতি ও উন্নয়ন এবং চলমান পরমাণু আলোচনার শত্রুরা নাতাঞ্জের পরমাণু প্রযুক্তিতে সন্ত্রাসী হামলা চালাচ্ছে।’সালেহি আরও বলেন, ‘বিশ্বাসঘাতক ও সন্ত্রাসী কাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের রয়েছে।’ইরানের সশস্ত্র বাহিনীর একটি শাখা আইআরজিসির এক প্রতিবেদনে আলী আকবর সালেহির এই বক্তব্য প্রকাশ করা হয়।

Share.