ইউরোপে দ্বিতীয় ধাপে মহামারির আশঙ্কা

0

ডেস্ক রিপোর্ট: ইউরোপে দ্বিতীয় ধাপে করোনাভাইরাস মহামারির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে কিছুদিন ধরে যে বিশাল গণবিক্ষোভ হচ্ছে তাতে আগামী কয়েক সপ্তাহের মধে্যই দ্বিতীয় ধাপে করোনাভাইরাস মহামারির আশঙ্কা করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারাসহ বিশেষজ্ঞরা। কয়েকদিন ধরেই ইউরোপের বড় বড় শহরগুলোতে লাখো মানুষ বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলছে। রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার ‘ইউরোপিয়ান সোসাইটি অব ইনটেনসিভ কেয়ার মেডিসিন’ এর প্রধান জোজেফ এক সংবাদ সম্মেলনে বলেন, যখন একে অপরের কাছ থেকে দেড় মিটার দূরে থাকতে বলা হচ্ছে, ঠিক তখনই প্রত্যেকে একে অপরের পাশাপাশি অবস্থান করছে, এমনকি একে অপরকে স্পর্শ করছে এটি মোটেই ভাল কথা নয়। এর ফলে আগামী দুই সপ্তাহের মাঝেই করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। তবে এ কথা যেনো সত্য না হয়। গোটা ইউরোপ জুড়ে এখন করোনাভাইরাস মহামারি প্রথম পর্যায় পেরিয়ে কেবল ব্যবসা-বাণিজ্য চালু করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। সংক্রমণও গত কয়েক সপ্তাহে কমে এসেছে অনেকটাই। তবে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়ার আগেও বিজ্ঞানীদের ধারণা ছিল, দ্বিতীয় ধাপের মহামারি হতে পারে গ্রীষ্ম শেষ হওয়ার পর।

Share.