ইউরোর মূল পর্বের ২৪ দল চূড়ান্ত

0

স্পোর্টস ডেস্ক: আগামী বছর অনুষ্ঠিত হচ্ছে ইউরোর চূড়ান্ত পর্ব। আসরের ২৪ দল চূড়ান্ত হয়েছে। শেষ চার দল হিসেবে আসরে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও উত্তর মেসিডোনিয়া। গোল ডটকমের খবরে জানা গেছে, আগেই গ্রুপিং চূড়ান্ত হলেও প্লে-অফের মাধ্যমে এই চার দল মূল পর্বে সুযোগ পেয়েছে। গত বছর নভেম্বরে হয়েছিল আসরের ড্র অনুষ্ঠান। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, সাবেক চ্যাম্পিয়ন জার্মানি ও হাঙ্গেরি রয়েছে সবচেয়ে কঠিন গ্রুপে। চলতি বছর এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে আগামী বছর জুনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবারই প্রথম ২৪টি দল ইউরোপের ১২টি ভেন্যুতে লড়াইয়ে নামবে। ভেন্যুগুলো হচ্ছে- ইতালির রোম, ইংল্যান্ডের লন্ডন, জার্মানির মিউনিখ, নেদারল্যান্ডসের আমস্টারডাম, স্কটল্যান্ডের গ্লাসগো, স্পেনের বিলবাও, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, হাঙ্গেরির বুদাপেস্ট, আয়ারল্যান্ডের ডাবলিন, রোমানিয়ার বুখারেস্ট, আজারবাইজানের বাকু ও ডেনমার্কের কোপেনহেগেন।‘এ’ গ্রুপের ম্যাচগুলো রোম ও বাকুতে, ‘বি’ গ্রুপের ম্যাচ সেন্ট পিটার্সবার্গ ও কোপেনহেগেনে, ‘সি’ গ্রুপের ম্যাচ আমস্টারডাম ও বুখারেস্টে, ‘ডি’ গ্রুপের ম্যাচ লন্ডন ও গ্লাসগোতে, ‘ই’ গ্রুপের ম্যাচ বিলবাও ও ডাবলিনে এবং ‘এফ’ গ্রুপের ম্যাচ মিউনিখ ও বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।মূল পর্বে জায়গা করে নেওয়া ২৪টি দল ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল।

দলগুলো হচ্ছে :

এ’ গ্রুপ : তুরস্ক, ইতালি, ওয়েলস ও সুইজারল্যান্ড।

‘বি’ গ্রুপ : ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম ও রাশিয়া।

‘সি’ গ্রুপ : নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া ও উত্তর মেসিডোনিয়া।

‘ডি’ গ্রুপ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।

‘ই’ গ্রুপ : স্পেন, সুইডেন, পোল্যান্ড ও স্লোভাকিয়া।

‘এফ’ গ্রুপ : জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও হাঙ্গেরি।

Share.