ইমামের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে পাকিস্তান

0

স্পোর্টস রিপোর্ট: রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানি ওপেনার ইমাম উল হকের সেঞ্চুরি এবং আজহার আলির ফিফটিতে বড় সংগ্রহের পথেই রয়েছে স্বাগতিক পাকিস্তান। প্রথম দিনশেষে মাত্র ১ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছে পাকিস্তানিরা। দীর্ঘদিন ধরেই পাকিস্তান সফরে আসেনি অস্ট্রেলিয়া দল। অবশেষে নানা প্রতিকূলতার অতিক্রম করে ২৪ বছর পর পাকিস্তানে আসে অজিরা। আর এর মধ্যে শুরুও হয়ে গেল তিন ম্যাচের প্রথম টেস্ট। ঐতিহাসিক এই ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে স্বাগতিকদের দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হক। ওপেনিং জুটতেই একশ পেরিয়ে যায় পাকিস্তান।দুই ওপেনারই প্রথমে ব্যক্তিগত অর্ধশতকের দিকে এগোচ্ছিলেন। কিন্তু মাত্র ৬ রানের আক্ষেপ থেকেই যায় শফিকের। অস্ট্রেলিয়ান স্পিনার ক্রিস লিনের করা বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ তুল দেওয়ার আগে ৪৪ রান করেন তিনি। ১০৫ বলে খেলা এই ইনিংসটি তিনটি চার এবং একটি ছয়ে সাজানো। দ্বিতীয় উইকেটে খেলতে নামেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার আজহার আলি। এবার তাকে নিয়ে আরও বড় জুটি গড়ে থাকেন ওপেনার ইমাম। তাদের গড়া জুটিটি এখনও ভাঙতে পারেননি অস্ট্রেলিয়ান বোলাররা। ইতিমধ্যেই দুজনে ব্যাট হাতে অপ্রতিরোধ্য ১৩৩ রানের জুটি গড়েছেন। খেলেই যাচ্ছেন আপনতালে। পাকিস্তানি বাঁ-হাতি ওপেনার ইমাম ব্যক্তিগত অর্ধশতকের পর নিজের সেঞ্চুরিও পূর্ণ করেছেন। এখন অপরাজিত রয়েছেন ১৩২ রানে। এদিকে ফিফটির দেখা পেয়েছেন আজহার আলিও। অপরাজিত রয়েছেন ৬৪ রানে।

Share.