ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক: ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান নারী দলের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ওই জয়ে ফাইনালে উঠে গেছে লাল সবুজের নারী প্রতিনিধিরা। এর আগে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ নারী ‘এ’ দল। সোমবার বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে’তে চলে আসে। মঙ্গলবারও বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত ওই বৃষ্টি থামায় ৯ ওভারের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ ও পাকিস্তান। ওই ৯ ওভারে বাংলাদেশ ইমার্জিং নারী দল ৭ উইকেটে ৫৯ রান তোলে। দলের হয়ে লোয়ার অর্ডারে রাবেয়া খান ১০ ও নাহিদা আক্তার ২১ রান করেন। জবাব দিতে নেমে মাত্র ৪ উইকেট হারালেও পাকিস্তান ইমার্জিং নারী দল ৫৩ রানে আটকে যায়। দলটির হয়ে ইয়ামান ফাতিমা ১৮ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ২ ওভারে ১৩ রান দিয়ে দুটি এবং মারুফা আক্তার ও নাহিদা আক্তার ২ ওভার করে বল করে যথাক্রমে ৯ ও ৮ রান দিয়ে একটি করে উইকেট নেন। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ ও ভারত। রির্জাভ ডে’তেও ‍বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি। সেজন্য পয়েন্টের ভিত্তিতে ফাইনালে উঠেছে ভারত।

Share.