ইরফানকে কেন অপহরণ করলেন সাফা

0

বিনোদন ডেস্ক: নাট্য জগতের পরিচিত ও জনপ্রিয় দুই মুখ ইরফান সাজ্জাদ এবং সাফা কবির। সম্প্রতি ঈদ উপলক্ষে তারা একটি নাটকে জুটি বেঁধেছেন। নাম ‘ট্র্যাপ’। সেখানে দেখা যাবে, ইরফানের অনুরোধে তাকে গাড়িতে লিফট দেন সাফা। কিন্তু গন্তব্যে পৌঁছে না দিয়ে ইরফানকে ছুরির মুখে অপহরণ করেন তিনি।কিন্তু কেন? এটা জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়। কারণ, ‘ট্র্যাপ’ নামের এই নাটকটি ঈদের আগের দিন রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এটির শুটিং শেষ হয়েছে।‘ট্র্যাপ’ পরিচালনা করেছেন শাহীদ সম্পদ। এখানে সাফা কবির অভিনয় করেছেন মাহিন চরিত্রে। ইরফান সাজ্জাদকে দেখা যাবে জেরিন চরিত্রে। নাটকটিতে অভিনয়ের জন্য গাড়ি চালানো শিখতে হয়েছে এ প্রজন্মের জনপ্রিয় টিভি তারকা সাফাকে। নাটকটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাফা বলেন, ‘অপহরণকারীর অঙ্গভঙ্গি, অ্যাকশন, সংলাপ বলার বিষয়গুলো আমার জন্য নতুন। যাকে অপহরণ করা হয়, তাকে ছুরির মুখে ভয় দেখানোর জন্য পারদর্শিতা দরকার। আমি প্রথমবার এই ধরনের চরিত্রে অভিনয় করলাম। চরিত্রটির জন্য আমাকে গাড়ি চালানো শিখতে হয়েছে। নাটকটির বেশির ভাগ শুটিং হয়েছে চলন্ত একটি প্রাইভেট কারের ভেতরে।’অভিনেত্রী আরও বলেন, ‘আগে টুকটাক ড্রাইভিং জানলেও কখনো রাস্তায় গাড়ি চালাইনি। তাই শুটিংয়ের সময় ভয় হচ্ছিল। কারণ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে চালিয়ে শট দিতে হয়েছে। ডানে-বাঁয়ে মোড় নেয়ার সময় সহশিল্পী সহযোগিতা করেছেন। এখন রাস্তায় গাড়ি চালাতে সাহস পাচ্ছি। মাঝেমধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছি।’

Share.