ইরাকি দূতাবাসে হামলার পর অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

0

ডেস্ক রিপোর্ট: বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পর মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইরাকি বিক্ষোভকারীরা দূতাবাসে ঢুকে আগুন ধরিয়ে দেওয়ার পর ৭৫০ জন অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি ইরাকে মার্কিন বিমান হামলার প্রতিবাদে বাগদাদের বিক্ষোভে মানুষের ঢল নামে। মঙ্গলবার বিক্ষোভকারীরা বাগদাদের মার্কিন দূতাবাস কম্পাউন্ডে তাণ্ডব চালায়। তারা দূতাবাসের দেয়ালে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ায়। ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। ঘটনার দিনই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এক বিবৃতিতে জানান, আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সাড়ে সাতশ’ সেনা পাঠানো হবে। তিনি বলেন, ‘বাগদাদে আজকের ঘটনার মতো করে যুক্তরাষ্ট্রের সেনা ও স্থাপনার ওপর নিরাপত্তা হুমকি বৃদ্ধির প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে উপসাগরীয় এলাকায় ১৪ হাজার সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত সাড়ে সাতশো সেনা তাদের সঙ্গে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। ইরাকে বিগত ৩ মাসের বিক্ষোভে ৪৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার মানুষ।

Share.